রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩২

কচুয়ায় টিসিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মো. নাছির উদ্দিন
কচুয়ায় টিসিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী

কচুয়ায় টিসিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথি বলেন, ‘টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এটি নিরাপদ। এই টিকার বড়ো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই'।

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, উপজেলার ৩৫ টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়