প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩
বর্ষার দিনে কুঁড়েঘর
খায়রুল আলম

খায়রুল আলম বর্ষার দিনে কুঁড়েঘর
নদীর ধারে কুঁড়েঘর,
ছোট্ট, শান্ত, নির্জন চর,
আকাশ ভরে মেঘের ছায়া,
বৃষ্টি নামে, অপরূপ মায়া।
ছনের ছাদে টুপটাপ শব্দ,
জলের ছোঁয়ায় জেগে ওঠে হৃদয়
উনুনের ধোঁয়া বৃষ্টিতে ভেজে,
ভেজা কাকের বেলা ফুরায়
নদীর ঢেউ, গানের সুর,
ছলাৎ ছলাৎ ছুটে চলা বহুদূর।
পাখিরা নিশ্চুপ, গাছের ঢালে,
বাতাসে বৃষ্টির গন্ধ পড়ে।
এক কাপ চা, একখানা বই,
এই ঘরেই স্বপ্ন ছুঁই।
বর্ষা মানে একান্ত সময়,
নীরবতায় প্রাণবন্ত হৃদয়।