রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৮

অলকানন্দা

অনলাইন ডেস্ক
অলকানন্দা

সুমন কুমার দত্ত অলকানন্দা

অলকানন্দা একটা নদী, আবার ফুলও, পাড়ে প্রায় সাতখানা চারায় রোজ ফুটে।

অত্রিকা নিয়ম করে প্রতিদিন তার জল ও ঘ্রাণ আরাধ্য দেবতাকে অর্পণ করেন। নিবেদন পূর্ণ শেষে সমর্পণও করেন ঐ একই ঘাটে।

অলকানন্দা অত্রিকার স্নান তীর্থ, বাড়ি ঘেষে বয়ে যাওয়া পবিত্র স্রোতধারায় নিত্য ধাম। দিনের প্রথম ও শেষ সূর্য তার বুকেই দেখেন প্রত্যহ।

অনিন্দ্য সুন্দর দশগ্রাম শ্রীমুখে বিমোহিত অসংখ্য জোড়া চোখের স্বপ্ন অত্রিকা। অথচও একদিন অভিমানী হলেন ভিষণরকম। তার ওড়নাটাও বিমুখ হলো সেদিন, গলায় পড়লো ফাঁস। পলকহীন চোখে চিরতরে ঘুম নামলো। আষাঢ়ের আকাশে অঝর ধারা বয়েছিলো গ্রামজুড়ে বন্যা।

অলকানন্দা পাড়ের শ্মশানঘাটে সাজানো অগ্নিকুণ্ডে ছাই হলেন অত্রিকা। গঙ্গা হয়ে অলকানন্দা ধুয়ে নিলেন সদ্য চিতা।

অত্রিকা এখন জোয়ার-ভাটায় নিত্য অলকানন্দা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়