শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫১

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

অনলাইন ডেস্ক
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

যখন কাঁদতে শিখেছি

শৈশবে কাঁদতাম না বলে

আমার কান্নার জন্য

মা খুব করেই বকতেন

আলতো করে থাপ্পরও মারতেন

তাতেই কাজ; নীরবতার নিয়ন্ত্রণরেখা ভেঙে

কেঁদে ফেলতাম

আমার কান্না দেখে

মায়ের কী যে হাসি!

মা তো নেই; আমায় এখন কে কাঁদাবে

আগে চোখের সামনে কেউ

মরে গেলেও আমি পাথর কান্নাহীন;

বৃষ্টিহীন সাহারা

ভাবতাম, কান্নাহীনতার দায় নিয়ে

আর কতদিন?

অবশেষে আমি কাঁদতে শিখেছি

আমার চোখের আর্কাইভে

এখন কেবল কান্নাবৃষ্টি

এখন অল্পতেই কাঁদি

নিজের জন্য, তাঁর জন্য কাঁদি

তাঁর কাছে কাঁদি

তাঁকে পাওয়ার জন্য কাঁদি

আরও কত ক্রমিককান্না

ভিড় করে এই চক্ষুনদীর তীরে

কাঁদলে মন হালকা হয়

এন্ডোরফিনের কল্যাণে

রেচনক্রিয়ায় স্বস্তি আসে আত্মারামে

যখন কাঁদতেই শিখেছি

তখন আর ভয় কিসে

আমার অশ্রুজল যদি

তাঁর গ্রাহ্যে আসে, তখ্তে ভাসে...

মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।

মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের

সহকারী অধ্যাপক। ৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর। ২৯ অক্টোবর ২০২৪ খ্রি.

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়