শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩১

মুন্সীগঞ্জে জমকালো আয়োজনে প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে জমকালো আয়োজনে প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান

মুন্সীগঞ্জ, ২৮ ডিসেম্বর ২০২৪:

জমকালো আয়োজনে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান। নতুন ও পুরাতন নাট্যকর্মীদের সমন্বয়ে মঞ্চায়িত হয় তাদের প্রথম প্রযোজনা "ছিন্নমুকুল", যা দর্শকদের মন জয় করেছে।

২৭ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এ নাট্য প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম ইরাদত মানু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রজন্ম থিয়েটার মুন্সীগঞ্জের আহ্বায়ক সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ উল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গ্রামীণ ব্যাংকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ চন্দ্র দাস, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. শাহিন মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা এবং নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, প্রজন্ম থিয়েটারের সদস্য সচিব কিশোর কুমার দাস নুপুর এবং নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জয়া দাস শিখা ও মোহাম্মদ শামীম শেখ।

ছিন্নমুকুল নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীর আলম ঢালী এবং নির্দেশনা দিয়েছেন সুদিপ দাস দ্বীপ। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুদিপ দাস দ্বীপ নিজেই। এতে কিশোর কুমার দাস নুপুর, ঋত্তিক, হৃদয়, অনিক এবং জয়সহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা অভিনয় করেছেন।

নাট্যানুষ্ঠানটি মুন্সীগঞ্জের সংস্কৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ ছিল। প্রজন্ম থিয়েটারের এই প্রথম প্রযোজনা স্থানীয় শিল্প সংস্কৃতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়