প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৭
মৌলভীবাজারে বিআইএস-এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা

|আরো খবর
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সরকারি কলেজ কেন্দ্র এ দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা, সহকারী অধ্যাপক, থানার ওসিসহ আরও অনেকে।
পরীক্ষা পরিচালনায় উপস্থিত ছিলেন— নির্বাহী পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রাফিক পুলিশ সহায়তা টিম লিডার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, প্রচার সচিব, দপ্তর সচিব, যুগ্ম অর্থ সচিব, সমাজকল্যাণ সচিব, যুগ্ম সমাজকল্যাণ সচিব।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেন্টিস্ট, সহকারী টিম লিডার, নির্বাহী পরিচালকসহ আরও অনেকে।
মৌলভীবাজার জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নমুখী কর্মকাণ্ডে বিআইএস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলার বৃহত্তম বেসরকারি মেধা যাচাই পরীক্ষা।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।
ডিসিকে / এমজেডএইচ







