প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৬
এসএসসি রেজাল্ট উন্নয়নে ‘ত্রিমাত্রিক সম্পর্ক’ ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: মাঝিগাছা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার
|আরো খবর
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষকদের মাঝে ভাগ করে দিয়ে পরিকল্পিতভাবে তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ-নির্ভর শিক্ষায় অভ্যস্ত করতে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী ত্রিমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, নিয়মিত হোম ভিজিট, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখা, তাদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, ক্লাস নেওয়ার যথাযথ প্রস্তুতি রাখা এবং নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থানও নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন জেলা শিক্ষা অফিসার।
ডিসিকে /এমজেডএইচ







