প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২২:২১
চাঁদপুর খেলাঘর আসরের সাংগঠনিক সফর

শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের উদীচীর কার্যালয়ে খেলাঘর আসরের সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর চাঁদপুর জেলা কমিটির সভাপতি হাফেজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাঘর আসর চাঁদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক রুমা সরকার, সহ-সভাপতি তপন সেনগুপ্ত, বাসুদেব মজুমদার, সদস্য জয়রাম রায় ও শরীফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী খেলাঘর আসরের সভাপতি মৃনাল সরকার। স্বাগত বক্তব্য রাখেন বনানী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শুভ্র রক্ষিত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বনানী খেলাঘর আসরের সদস্য কাজী কাবীসা ও সানজিদা আলম সানজু। উপস্থিত ছিলেন খোকন চন্দ্র দাস ও জহির উদ্দিন বাবর।








