শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলাতেও কিশোর কণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কয়েকটি স্থানে প্রথম ধাপে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ফরিদগঞ্জসহ চাঁদপুর জেলার আরও কয়েকটি উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৬৪জন শিক্ষার্থী একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও প্রতিযোগিতামূলকভাবে মেধাকে মূল্যায়ন করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং ভবিষ্যতে তারা নিজেদের লক্ষ্য নির্ধারণে আরও সচেতন হয়। কিশোর কণ্ঠের এ ধরনের আয়োজন শিক্ষাবান্ধব।শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।

কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক রাহমতে রাব্বি মাজেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক হাফেজ মো. মুজাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ এবং ফরিদগঞ্জ পূর্ব অঞ্চলের আহ্বায়ক মো. সাকিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়