প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২০:২৮
বন্ধ হয়ে গেলো খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাচন

ফরিদগঞ্জের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ দেশের অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন তিন মাসের জন্যে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
|আরো খবর
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ও নীতিগত কারণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট নীতিমালা ও বিধিমালা পর্যালোচনা করা হবে।
জানা গেছে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনায় সেই নির্বাচনও স্থগিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সিদ্ধান্তটিকে সময়োপযোগী বলেছেন, আবার কেউ নির্বাচন বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।








