প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:৫৬
মতলবের বাবুরপাড়ায় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার শুভ উদ্বোধনকালে জেলা প্রশাসক
মাদ্রাসা ছাত্ররা শুধু কুরআন পড়লেই হবে না, তার অর্থও জানতে হবে

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমরা মাদ্রাসাগুলোতে গুণগত মান নিয়ে পড়ালেখা করার জন্যে পাঠদান করাবো। আমাদের ছেলেরা শুধু বাংলাদেশে প্রতিযোগিতা করবে না, বিশ্বের সাথে প্রতিযোগিতা করবে আর সে অনুযায়ী মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। মাদ্রাসা ছাত্ররা শুধু কুরআন পড়লেই হবে না, তার অর্থও জানতে হবে। যারা অর্থসহ পড়বে তারা কুরআনের অর্থ উপলব্ধি করতে পারবে। সে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ। শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়তে না পারলে তার ধ্বংস অনিবার্য। তাই আসুন প্রত্যেকটা শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলি।
|আরো খবর
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে মতলব পৌরসভার বাবুরপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ঢাকার পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের সভাপতিত্বে মুতাছিম বিল্লাহ ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মাদরাসাতুন নাসিয়ার চেয়ারম্যান শায়খ কাওসার আহমেদ, ঢাকা ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ড. নূরে আলম মিয়াজী। উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলা আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, ঢাকা ইডেন কলেজের অধ্যাপক শামসুন্নাহার, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম, মো. সামসুদ্দিন, সেক্রেটারি আনোয়ারুল মামুন শফিক মিয়াজী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দিপু সরকার, মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি ফরিদ মিয়াজী, শাহপরান মিয়াজি, খালেক মিয়াজী, ব্যবসায়ী আলী আক্কাছসহ সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।








