মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২১:১১

চাঁদপুর জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

সভাপতি শামীম, সম্পাদক জুলফু ও সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

চাঁদপুর জেলার ৮টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) হাজীগঞ্জ উপজেলার খাওয়া দাওয়া হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় স্বচ্ছতা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষ সংগঠক, চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন মিজি, সাধারণ সম্পাদক হয়েছেন বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান।

কমিটি গঠনের সময় জেলার আট উপজেলা চাঁদপুর সদর, শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাইমচর, কচুয়া, হাজীগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণের প্রধান শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১৮/১০/২০২৫ শনিবার চাঁদপুরের বাবুরহাট তৃপ্তি হোটেল অডিটোরিয়ামে ৮টি উপজেলার ৬০ জন প্রধান শিক্ষক নেতৃবৃন্দের সাথে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রঞ্জিত ভট্টাচার্য মনি মতবিনিময় করেন। তারই ধারাবাহিকতায় শনিবার আলোচনা ও পর্যালোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক নেতৃবৃন্দ ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রঞ্জিত ভট্টাচার্য মনি ভার্চুয়ালি দিকনির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়