প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২১:১৯
জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের অ্যাডভোকেসি সভা
মাধ্যমিক শিক্ষাখাতে পরিবর্তন আনার চেষ্টা করছি
---- জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের অ্যাডভোকেসি সভা সোমবার (১৩ অক্টোবর ২০২৫) জেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, সনাক-টিআইবি চমৎকার দৃষ্টিভঙ্গি নিয়ে মাধ্যমিক শিক্ষাখাতে কাজ করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি এবং সমাজ পরিবর্তনের জন্যেই সনাক কাজ করছে। মাধ্যমিক শিক্ষা নিয়ে সনাকের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ইতোমধ্যে জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন স্কুলে ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা আজ যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেগুলোর সাথে অনেকটাই মিলে যায়। আপনারা যে দুটি প্রতিষ্ঠানের সমস্যাগুলো তুলে ধরেছেন আমি আশা করছি সেগুলো সমাধানে কাজ করবো। সেক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকদের নিয়ে কর্মশালার আয়োজন করবো এবং নীতিমালা সম্পর্কে ধারণা প্রদান করবো। পাশাপাশি স্কুলগুলোতে বিভিন্ন ক্রীড়া-ক্লাব গঠন করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবো।
তিনি আরো বলেন, দিনশেষে আমরা সবাই অভিভাবক। সেমতে সবার দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার মান আরো কিভাবে আধুনিকায়ন করা যায় সে ব্যাপারে আজকেও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে আলোচনা সভা হয়েছে। সর্বোপরি আমরা মাধ্যমিক শিক্ষাখাতে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা সবাই চাই আমার সন্তান নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক। প্রত্যেকের প্রচেষ্টার মাধ্যমে সমাজ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা আমার পাশে থাকাতে আমার সাহস আরো বেড়ে গেছে। আমি সনাকের যে কোনো কর্মসূচিতে থাকার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের পরামর্শ নিয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন করবো। তিনি এমন একটি সভা আয়োজন করার জন্যে সনাককে ধন্যবাদ জানান।
সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের পরিচিতি ও কার্যক্রম এবং সনাকের শিক্ষাখাতের কার্যক্রম ও শিক্ষা উন্নয়নে সনাক-শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতামূলক সম্পর্ক তুলে ধরেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। তিনি বলেন, সনাক মূলত পর্যবেক্ষণের মাধ্যমে যে সমস্যাগুলো পায় সেগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ গ্রহণ করে। তিনি স্কুলগুলোতে বিভিন্ন ক্লাবভিত্তিক ক্রীড়া দল গঠন করা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের নির্দেশনার প্রশংসা করেন। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার। এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সুমন খান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, সনাক-টিআইবি মূলত সচেতনতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তোলে। শিক্ষাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন আরও বেশি বৃদ্ধি করার জন্যে সনাক-চাঁদপুর দীর্ঘদিন যাবত কাজ করছে। আমাদের মূল উদ্দেশ্যই হলো শিক্ষার মানোন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা করা। তিনি যে সকল সমস্যা ও পরামর্শগুলো উত্থাপিত হয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অ্যাডভোকেসি সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সনাকের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মো. আব্দুল মালেকসহ জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।