শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০২:১১

কুমিল্লায় প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ উপকরণ প্রদর্শনী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
কুমিল্লায় প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ উপকরণ প্রদর্শনী

কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে প্রাথমিক শিক্ষকদের জন্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) শিক্ষাবর্ষ জানুয়ারি-অক্টোবর ২০২৫ (৪র্থ ব্যাচ)-এর উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।রএতে কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পিটিআইয়ের সহকারী সুপারিন্টেন্ডেন্ট রৌশন আরা চৌধুরী এবং ফাতেমাসহ সকল ইন্সট্রাক্টর ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলার ইউপিইটিসি-এর ইন্সট্রাক্টর উত্তম কুমার ঢালী ও আদর্শ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ সহ অন্য কর্মকর্তাবৃন্দ।

প্রদর্শনী উপলক্ষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩টি বিদ্যালয়ের অনুশীলন পাঠদানকারী শিক্ষকবৃন্দকে পুরস্কৃত করা হয়।এতে অংশগ্রহণ করেন কুমিল্লা পিটিআইয়ের আওতাভুক্ত প্রশিক্ষণ বিদ্যালয় হিসেবে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে কুমিল্লা পিটিআইয়ে উপকরণ প্রদর্শনী উদযাপিত হয়। অনুশীলন পাঠদানে অংশগ্রহণকারী ১৫টি প্রশিক্ষণ বিদ্যালয়ের জন্যে পৃথক স্টল সাজানো হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উক্ত প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষকবৃন্দকে নিজ নিজ বিদ্যালয়ে এই অভিজ্ঞতা প্রয়োগ করার আহ্বান জানান।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি সনজিত কুমার সিংহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়