সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:০৩

মতলবে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালিতে নেতৃত্ব দিচ্ছেন ইউএনও আমজাদ হোসেন।
‘শিক্ষকতা পেশা; মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
রোববার (৫ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এমরান হোসেন ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকার, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন্নাহার কাদরী, মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বণিক, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম প্রধান, দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিযা, মতলবগঞ্জ জে. বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাবেদ হোসেন, চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার আক্তার বকুল প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়