প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৯
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় মাতৃপীঠ চ্যাম্পিয়ন লেডী প্রতিমা রানার্স আপ
বিজ্ঞানই মুক্তি, যে বিজ্ঞানকে বিশ্বাস করে সে ধর্মান্ধ হতে পারে না
----------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

যুক্তিতর্কের প্রাণবন্ত লড়াইয়ে উত্তেজনা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরে সম্পন্ন হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলায় আটটি বিদ্যালয়ের ২৪জন বিতার্কিক অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়। টানটান উত্তেজনায় ভরা যুক্তি-তর্কের দ্বন্দ্ব শেষে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয় লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়। এ আসরে শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন বিজয়ী দলের দলনেতা সায়রা ইসলাম।
|আরো খবর
সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানই মুক্তি, যে বিজ্ঞানকে বিশ্বাস করে, সে কখনো ধর্মান্ধ হতে পারে না। বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি নেতৃত্ব গড়ার অন্যতম একটি শিল্প। বিতার্কিকরা সমাজে বৈষম্য দূর করবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং যুক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবে। একজন প্রকৃত বিতার্কিক আবেগে নয়, সর্বদা যুক্তি দিয়ে চলে।
তিনি আরও বলেন, চাঁদপুরের বিতার্কিকরা দেশসেরা হতে সক্ষম। দৈনিক সমকাল এবং বিএফএফের এই উদ্যোগ আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল করে গড়ে তুলবে। আমি সমকালকে দেশব্যাপী এই আয়োজনে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, মতলব জেবি পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহআলম, বাবুরহাট কলেজের শিক্ষক মাসুদুর রহমান, আহমাদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম বিএসসি, জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. খায়রুল আহছান সুফিয়ান ও যুগ্ম সম্পাদক মহিবুর রহমান খান নোবেল।
সভাপতিত্ব করেন জেলা সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মো. আবু সায়েম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমকাল চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্কুল শিক্ষক ও সাবেক বিতার্কিক মো. শাহআলম, ফয়সাল প্রধানিয়া, রুবেল হোসেন ও মারিয়া জাহান। মডারেটরের দায়িত্ব পালন করেন সুস্মিতা দাস।
এ প্রতিযোগিতায় অংশ নেয় আটটি শিক্ষা প্রতিষ্ঠান : মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, বাবুরহাট স্কুল এন্ড কলেজ, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
শিক্ষক, অতিথি ও অভিভাবকরা মনে করেন, বিজ্ঞানভিত্তিক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিতর্কের মাধ্যমে কেবল বিজ্ঞান চর্চাই নয়, বরং সমাজে অসাম্প্রদায়িক, যুক্তিনিষ্ঠ এবং প্রগতিশীল মনোভাব গড়ে ওঠে।
চ্যাম্পিয়ন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল অংশগ্রহণকারী দলকে অতিথিরা অভিনন্দন জানান।