বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪০

শ্রীনগরে বাগড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বাগড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী খান সাগর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা ইয়ার আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, মোঃ মনির বেপারী, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নুরুল হক ভুট্টু, তাজুল ইসলাম মাতব্বর, সাংবাদিক আব্দুল হামিদুর রহমান, সাংবাদিক আব্দুল মান্নান সিদ্দিকী এবং হাফেজ মুজিবুর রহমান মেম্বার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি বাগড়া ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলী মাতবর, আক্কাস মেম্বার, শিক্ষক নীলকমল দাস, তপন কুমার দাস, মোঃ কামরুজ্জামান, একে এস এম সুরহাব হোসেন, হালিমা খানম, মোসাম্মৎ সিদ্দিকিয়া রহমান, মোঃ আশরাফুল ইসলাম, সাধন সিকদার, শামীমা আক্তার, তুষার কান্তি চক্রবর্তী, জেসমিন আক্তার, পলাশ সরকার, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ সাব্বিরসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী রাবেয়া, মিম খান, মারিয়া ও জান্নাতারা আমিনকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সংবর্ধিত প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়