বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৩

চাঁদপুর শহরের কোর্ট স্টেশন সংলগ্ন একটি বিকলাঙ্গ ছেলের অনন্য দৃশ্য!

আমাকে লেখাপড়া শিখাবেন?

কাজী আজিজুল হাকিম নাহিন
আমাকে লেখাপড়া শিখাবেন?

চাঁদপুর শহরের কোর্ট স্টেশন সংলগ্ন চাঁদপুর মেডিকেল হলের কাছে হাত না থাকা বিকলাঙ্গ ছেলেটিকে দেখা যায় ভিক্ষারত অবস্থায়। পাশাপাশি সে একটি কাগজের টুকরোয় হাতের আঙ্গুল না থাকলেও কোনো রকম কলমটি ধরে তার নাম ও একটি মসজিদের নকশা আঁকছিলো।

দেখতে পেয়ে এক পথচারী জিজ্ঞেস করলো, "কী আঁকছো?" বলে উঠলো, "মসজিদ"। পথচারী বললো, "কী নাম তোমার?" জবাবে নাম বললো।

তারপর পথচারী কাগজটি হাতে নিয়ে দেখলো, কাগজের উপরে ও নিচে সে লিখেছে-- নাম: মো. রাসেল -- MD: RASEL -- (বাংলাদেশ), মাঝখানে মসজিদ

পথচারী বললো, "সুন্দর হয়েছে।" রাসেল বললো, "আমাকে লেখাপড়া শিখাবেন?" লোকটি বললো, "তুমি তো লিখতে পারোই। কোন্ ক্লাস পর্যন্ত পড়েছো?" রাসেল বললো, "পড়েছি অল্প।"

রাসেল চাঁদপুর শহরের পুরাণবাজারের ছেলে। পথচারীকে ছেলেটি আবদার করে তার টাকা দিয়ে একটি স্পীডের বোতল কিনে দিতে বললো। পথচারী ছেলেটিকে স্পীডের বোতল কিনে তার মুখ খুলে আঙ্গুল না থাকা হাতে সেটি ধরিয়ে দেয়।

ছবিটি তোলা হয়েছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায়

ছবি ও প্রতিবেদন: কাজী আজিজুল হাকিম নাহিন

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়