বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৮

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপনে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হবে র‍্যালি

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপনে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আগামী ৫ অক্টোবর ২০২৫, রোববার সকাল ১০টায় চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে। র‍্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দিবসের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন

অংশগ্রহণকারীদের নির্দেশনা

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি ও আলোচনা সভায় জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করবেন। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০ জন শিক্ষক উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ

ক্রমিক নং শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রধান শিক্ষক/যোগাযোগ শিক্ষক সংখ্যা
চাঁদপুর সরকারি কলেজ০১৯৫৫৪৩৮৮৮৭১০
চাঁদপুর সরকারি মহিলা কলেজ০১৮১৭০৮০৪১৭১০
পুরানবাজার ডিগ্রি কলেজ০১৮১৬৮০০০৯৩১০
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ০১৯১২২৬৮৫০৫১০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ০১৭১২১৯৫৯১৫১০
চাঁদপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজ০১৭১২৬৫৪৩১১১০
বাবুরহাট স্কুল এন্ড কলেজ০১৫৫২৪৭৫৯৬২১০
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়০১৮১৮৩৯৩৭০৮১০
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়০১৭১৫০৫৫০৭১১০
১০চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুল০১৯২০৬৫৩১৫৭১০
১১আক্কাছ আলী রেলওয়ে একাডেমি০১৮১৭৪৪১৪৬০১০
১২দ্বারকা নাথ (ডি এন) উচ্চ বিদ্যালয়০১৭১৬৩৬৯৩৮৭১০
১৩পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়০১৮১৬০৩০৩৪০১০
১৪লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়০১৭১৯৮৫৪৫৬৭১০
১৫লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়০১৭১২২০৫৮১৩১০
১৬ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়০১৮১৫৪৮৮৩৭৯১০
১৭চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয়০১৮১৩৭৬৬৫৩০১০
১৮পীরমহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়০১৭১০৮০৫১৬৮১০
১৯ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল০১৭১৩৪৯৩২৯৫১০
২০চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা০১৮৮৩৬৫৫৭৯৭১০

আলোচনার মূল বিষয়

এই আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

জেলার শিক্ষা অফিসার জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবসকে স্মরণীয় করে তুলতে সকল শিক্ষককে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়