রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সনাকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশেষ সংবাদদাতা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সনাকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

২৪ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচেতন নাগরিক সমাজ (সনাক)-এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ঐতিহ্যবাহী সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা শুধুমাত্র পড়া-লেখা জানার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। দেশে শিক্ষার প্রসার ঘটাতে হলে প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

IMG-20250924-WA0123

সভায় জেলা শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে বলেন, “সাক্ষর জনগোষ্ঠীই একটি দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”

আলোচনা শেষে সনাক আয়োজিত প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সনাকের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়