প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সনাকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

২৪ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচেতন নাগরিক সমাজ (সনাক)-এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ঐতিহ্যবাহী সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
|আরো খবর
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা শুধুমাত্র পড়া-লেখা জানার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। দেশে শিক্ষার প্রসার ঘটাতে হলে প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

সভায় জেলা শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে বলেন, “সাক্ষর জনগোষ্ঠীই একটি দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা শেষে সনাক আয়োজিত প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সনাকের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ডিসিকে/এমজেডএইচ