প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯
আল ইহসান সোশাল ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক ১৩০ জন দরিদ্র ও এতিম শিক্ষার্থীর মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে আল ইহসান সোশাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে ১৩০ জন দরিদ্র ও এতিম শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুনা লায়লা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, শিক্ষকবৃন্দ এবং মোঃ আব্দুল খালেক।
বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তারা আরও উল্লেখ করেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
শিক্ষার্থীরা নতুন পোশাক ও খাতা-কলম হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, এ ধরনের সহায়তা তাদের শিক্ষার পথকে সহজ করবে।
আল ইহসান সোশাল ডেভেলপমেন্ট সেন্টার জানিয়েছে, তারা নিয়মিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
ডিসিকে/এমজেডএইচ