সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩

চাঁদপুর সরকারি মহিলা কলেজ ‘ইন-হাউজ প্রশিক্ষণ’

প্রেস বিজ্ঞপ্তি॥
চাঁদপুর সরকারি মহিলা কলেজ ‘ইন-হাউজ প্রশিক্ষণ’
চাঁদপুর সরকারি মহিলা কলেজ ‘ইন-হাউজ প্রশিক্ষণ’র উদ্বোধনী বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ‘ইন-হাউজ প্রশিক্ষণ’ আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান। ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাসুদ হোসেন প্রশিক্ষণ পরিচালনা করেন। কলেজ অর্গানোগ্রাম, নিয়মিত উপস্থিতি বিধিমালা-২০১৯, বিভিন্ন পদের দায়িত্ব ও কর্তব্য, সরকারি কর্মচারি আচরণ বিধিমালা-১৯৭৯, সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮, শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ মেঘনা নদীর পাড়ের নারী শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের সর্বত্র এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত এবং সরকারি-বেসরকারি মেডিকেল, প্রকৌশল, কৃষি ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান দ্বারা কর্মচারীরা আরো দক্ষ হয়ে উঠবে এবং কলেজের প্রশাসনিক কাজসহ সকল সেবাধর্মী কাজে আরো গতিশীলতা আসবে। ইন-হাউজ প্রশিক্ষণে কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ৩২ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়