শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

প্রবীর চক্রবর্তী
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার সমাজসেবামূলক সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ওষধি গুণসম্পন্ন নিম এবং পুষ্টিগুণসম্পন্ন আমলকি গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি ইকবাল হোসেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী।

সংগঠনের পরিচালক পারভেজ মোশারফ বলেন, আমরা গত ৬ বছর ধরে করোনা, বন্যা, জলাবদ্ধতাসহ নানান পরিস্থিতিতে ধারাবাহিকভাবে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এ মৌসুম বৃক্ষরোপণের উপযুক্ত সময়, তাই আমরা এবার শিক্ষার্থীদের হাতে গুরুত্বপূর্ণ দু প্রজাতির গাছের চারা তুলে দিয়েছি। কারণ, স্কুল-মাদ্রাসা বা রাস্তার পাশে গাছ লাগানো হলেও সেগুলোর সঠিক পরিচর্যা হয় না। কিন্তু শিক্ষার্থীরা নিজের হাতে গাছ লাগালে এবং যত্ন নিলে গাছ টিকে থাকবে। অনুষ্ঠানে খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য হাসান আটিয়া, নাঈম চৌধুরী, তাজুল ইসলাম, শান্ত ভূইয়া, হিরা পাটোয়ারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়