শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৩

শাহ্তলী কামিল মাদরাসা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

অনলাইন ডেস্ক
শাহ্তলী কামিল মাদরাসা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (৪ আগস্ট ২০২৫) চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। পরিদর্শনকালে তিনি মাদরাসার ফলাফল ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

মাদরাসা গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে জেলা শিক্ষা অফিসার মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, শিক্ষার্থীর ভিত্তি নষ্ট করা যাবে না। সরকারি নিয়ম আছে যারা প্রতিষ্ঠানে ৭০ ভাগ উপস্থিত না থাকবে, তাদের সেন্টার পরীক্ষার অনুমতি দেয়া হবে না। তাই তোমরা নিয়মিত ক্লাস করতে হবে। তোমাদের যথাযথ শিক্ষাগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।

মাদরাসার সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো. কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন গভর্নিংবডির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের খান, প্রধান মুহাদ্দিস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মোহাম্মদ আখতার, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান পাটওয়ারী, অ্যাড. আবুল কালাম আজাদ, হাফেজ মো. জাকির হোসাইন তপাদার, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক ও গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমানসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লা, সিনিয়র প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, মো. বেলায়েত হোসেন মিজি, আরবি প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, মাওলানা বাহাউদ্দিনসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়