প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:৪৩
বড় স্টেশন ওয়ারিয়র্স ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা

চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোডে ওয়ারিয়র্স ক্লাবের উদ্যোগে এসএসসি ব্যাচ ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫-২৬ সালের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২০২০ সালে যাত্রা শুরু করা ওয়ারিয়র্স ক্লাব একদল উদ্যমী ও সমাজ সচেতন তরুণের স্বপ্নের ফসল। ক্লাবের মূল লক্ষ্য--খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা, মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা, মাদক, অবক্ষয় ও সামাজিক দুর্ভোগের বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণ, দরিদ্র মানুষের চিকিৎসা ও কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহায়তা প্রদান। প্রধান কার্যক্রমসমূহ : নিয়মিত রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, ক্রীড়া প্রতিযোগিতা ও তরুণদের নেতৃত্ব বিকাশে অংশগ্রহণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই আগামীদিনে নেতৃত্ব দেবে। তাদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। ওয়ারিয়র্স ক্লাব বরাবরের মতোই সমাজ ও তরুণ প্রজন্মের কল্যাণে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছে। শেষাংশে এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।