প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:০৩
কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মৌলভীবাজারে এসএসসি ও দাখিল পীক্ষায় ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার।
|আরো খবর
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান।
আব্দুল আল মামুন রেনুর সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়া পৌর শাখার সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই ফয়জুল ইসলাম, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার- এর যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম, এম আফজাল হোসেন সাজু, সাংবাদিক আব্দুল মুক্তাদির, রফিকুল ইসলাম মামুন, হাফিজ আব্দুল মুবিন প্রমুখ।