মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮:০৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর থেকে।।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী)। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না বলে জানায়। অথচ সারাদেশে প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেনসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ১ কোটি শিক্ষার্থী পড়াশুনা করছে। সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ ছাড়া লক্ষ্মীপুর জেলায় প্রায় ৪৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলায় ১৩৫টি। সরকারের এই সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি জানাই। আমাদের দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিবো। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় ওয়ামী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা শাখা সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রামগঞ্জ শাখা সভাপতি এমরান হোসেন ও রায়পুর শাখা সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়