প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৩:২৪
কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের অভিভাবক সমবেশ ও পুরস্কার বিতরণ

কচুয়া পৌর এলাকার বিশ্বরোডে অবস্থিত কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ক্যামব্রিয়ান স্কুল দ্বিতীয় শাখার প্রধান শিক্ষক আবু হানিফ মো. নোমান, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম, অভিভাবক আবু সাইদ মেম্বার, শিক্ষার্থী মারিয়া আফরিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমেদ, শহীদ উল্লাহ কায়সার, আমির হোসেন মুন্সি, পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষার্থী , অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।