শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৬:১৮

১২-২০ জুলাইয়ের মধ্যে স্মারকলিপি ও ২ আগস্ট ঢাকায় সমাবেশ

অবসর ও কল্যাণের অর্থ অবসরের তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে

----বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অবসর ও কল্যাণের অর্থ অবসরের তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ৫ম সভা ৪ জুলাই ২০২৫ (শুক্রবার) সকাল ১০ টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনে অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ, সহ-সাধারণ সম্পাদক আসমান আলী, কার্যকরী কমিটির সদস্য ওসমান গনি ও শামিম আহমেদ।

সভায় সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ বৈষম্য নিয়েই শিক্ষকতা করছেন। সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মর্যাদা কোনোটাতেই প্রতিষ্ঠিত হচ্ছেন না। ফলে অসন্তোষ নিয়ে শিক্ষকগণ শিক্ষকতা করছেন। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকগণ। এসব শিক্ষক অবসরকালীন টাকা পেতেও চরম বিড়ম্বনার শিকার হন। ৫/৬ বছর লেগে যায় এসব টাকা পেতে। যেখানে সরকার সংশ্লিষ্ট অন্যসব পেশাজীবী চাকরি থেকে অবসরে যাবার সাথে সাথেই অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পেয়ে যান। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিস্থিতি খুবই হতাশাজনক ও নাজুক। অনেক শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত অবসর ও কল্যাণের টাকা হাতে পান না। এদের মধ্যে অনেকের অনাহারে-অর্ধাহারে থাকতে হয় এবং বিনা চিকিৎসায় মৃত্যু হয়।

সরকার ইচ্ছে করলেই সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধ করে দিতে পারেন। তাই চাকরি ছাড়ার তিন মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ করার জোর দাবি জানাই। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব বলেন, শিক্ষকদের জীবন জীবিকার জন্যে কেন এতো আন্দোলন করতে হবে! সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের ঘোষণা এখন পর্যন্ত হচ্ছে না, যা দুঃখজনক। অনতিবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য চিরতরে বন্ধ করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার তিন মাসের মধ্যে অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানের দাবিতে আগামী ১২ জুলাই থেকে ২০ জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী ২ আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়