প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০:২৩
সওজের এ কেমন উন্নয়ন !

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বড়ো বড়ো গর্ত গেলো সপ্তাহে ইট-সুরকি দিয়ে সংস্কার করে সওজ বিভাগ, চাঁদপুর। সে সময় সড়কের শোল্ডার থেকে মাটি সরিয়ে দিলেও পানি নামার ব্যবস্থা না রাখার কারণে এই সংস্কার কোনো কাজে আসেনি। ফলে সড়কের এ অংশে জলাবদ্ধতা কমেনি।
শুক্রবার (৪ জুন ২০২৫) জুমার নামাজের পর সড়কের এ অংশের উত্তর পাশে সরকারি একটি পাকা ড্রেনের পাশ ঘেঁষে ভ্যাকু দিয়ে মাটি টেনে ক্ষণস্থায়ী নালা তৈরি করে সওজ সংশ্লিষ্টরা। নালা তৈরি করার কারণে সড়কের এ অংশ ধরে সর্বসাধারণের চলাচলসহ উত্তর পাশের একাধিক মার্কেটে জনসাধারণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেলে পাকা ড্রেনের পাশে নতুন নালার ছবিটি তুলেছেন কামরুজ্জামান টুটুল।