শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:১৬

মতলবে ম্যাক্স সেন্ট্রাল হসপিটাল উদ্বোধন

মতলবে ম্যাক্স সেন্ট্রাল হসপিটাল উদ্বোধন
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণে এই প্রথম দালালমুক্ত স্বাস্থ্য সেবা দিতে ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ম্যাক্স সেন্ট্রাল হাসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতাল উদ্বোধন হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. শেখ ওমর ফারুক শাহিন।

ম্যাক্স ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও পালাখাল ডিগ্রি কলেজের অধ্যাপক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম, ফাউন্ডার সদস্য ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার, ফাউন্ডার সদস্য সোলেমান গাজী (কচুয়া), ফাউন্ডার সদস্য নেছার বিন বাসার প্রমুখ। এ সময় ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের ফাউন্ডার সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি শেখ ওমর ফারুক বলেন, আমরা মানব সেবা করতে এসেছি। রোগীরা যাতে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিতে পারে এরই ধারাবাহিকতায় কচুয়া, হাজীগঞ্জ, চাঁদপুর সদরের পর এবার মতলব দক্ষিণে উদ্বোধন হলো ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের ম্যাক্স সেন্ট্রাল হসপিটাল। এখানে মেম্বার কার্ডের মাধ্যমে রোগীরা ৫০% কম ভিজিটে ডাক্তার দেখাতে পারবেন এবং সকল পরীক্ষা করতে পারবেন ৩৫%কমে। এছাড়া সিজারিয়ান রোগীদের জন্যে থাকবে বিশাল ছাড়। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে কলেজ রোডস্থ ম্যাক্স সেন্ট্রাল হসপিটালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা খালিদ সাইফুল্লাহ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়