শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:৩৭

উল্টো রথে কুমিল্লায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার (৪ জুলাই ২০২৫) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা মহোৎসব। বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। ঢাক-ঢোল, কাঁসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা কুমিল্লা নগরী। উল্টো রথযাত্রা মহোৎসবে ভক্ত ও দর্শনার্থীসহ অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এ উপলক্ষে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়াস্থ শ্রীশ্রী গুন্ডিচা মন্দিরে সকাল থেকে যথাক্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন ও মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এরপর বিকেল ৩টায় মহেশাঙ্গনে ধর্মসভা।

ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছারের প্রতিনিধি সহকারী কমিশনার রতন চন্দ্র দত্ত এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, জেলা পিপি অ্যাডভোকেট কাইয়ুম হক রিংকু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সাবেক জিপি অ্যাডভোকেট তপন বিহারী নাগ এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা আহ্বায়ক শ্রীমান শ্যামল কৃষ্ণ সাহা।

অনুষ্ঠানে উদ্বোধনী শ্রীমদভগবদগীতা পাঠ করেন কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

বিকেল বেলা পৃথক পৃথক ৩টি রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মহেশাঙ্গন হতে বের হয়ে মনোহরপুর, ছাতিপট্টি ও চকবাজার হয়ে জগন্নাথপুর মন্দিরে এসে শেষ হয়।

এদিন সকাল থেকেই মহেশাঙ্গনে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্যে সড়কের দুপাশে জড়ো হন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

জানা যায়, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে নিজ দ্বারকায় মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রথযাত্রা মহোৎসব উদযাপন করতে পেরে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক রূপ চন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়