প্রকাশ : ২১ মে ২০২৫, ১৬:৫০
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হাজীগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক ছালেহ আহমাদ

মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার নিযুক্ত হয়েছেন হাজীগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক ছালেহ আহমাদ। এ ছাড়াও সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ-হেড মাওলানাসহ আরো বেশ ক'টি পদে নতুন পদায়ন দেয়া হয়েছে।
রোববার (১৮ মে ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদায়নপ্রাপ্ত অন্যরা হলেন পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, আল কোরআন বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা, ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ, ইংরেজির সহকারী অধ্যাপক শারমিন আক্তার শিমু, হাদিসের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসাইন, আধুনিক আরবির সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম জমাদার, গণিতের প্রভাষক উম্মে কুলসুম, ইসলাম শিক্ষার হাদিস বিষয়ের প্রভাষক মো. আব্দুল বারী ফরায়েজী, প্রাচীন আরবির প্রভাষক মো. মামুন উদ্দিন, ইসলাম শিক্ষার ফিকহ বিষয়ের প্রভাষক নাজমুল হক আকন্দ, আধুনিক আরবির প্রভাষক মো. শওকত ওসমান, ইসলাম শিক্ষার তাফসির বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলী হাসান, ইসলাম শিক্ষার আল কোরআন বিষয়ের প্রভাষক মো. জমির উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোহাম্মদ ইউসুফ, ইসলাম শিক্ষার আকাইদ বিষয়ের প্রভাষক মোহাম্মদ নাজমুল হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মো. মাহফুজুল হক শামীম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মু.আমিন। সূত্র : দৈনিক শিক্ষাডটকম