শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২০:০৭

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেমিনার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেমিনার

বৃ্হস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসে রিসার্চ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভবন-২-এর সেমিনার কক্ষে বিকেল ৩টায়  'Strategic Research Planning : Navigation Methodologies for Success in Higher Studies' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার কপপিন স্টেট ইউনিভার্সিটির ক্যামিস্ট্রি অ্যান্ড ন্যানো টেকনোলজি বিভাগের প্রফেসর এবং সেন্টার ফর ন্যানো টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন। 

চাঁবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করবেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি  বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান   সোহেল রানা।  স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোস্তাফিজ আহমেদ। সেমিনারে  পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী ফারুক-ই আজম। গীতা পাঠ করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়