প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১:১২
হাঁড়ি-পাতিলের ফেরিওয়ালার দিনকাল
অনলাইন ডেস্ক

ছবিতে দেখা যাচ্ছে এক ফেরিওয়ালা কাঁধে বাঁশের ভারে নিয়ে হাঁড়ি-পাতিল বিক্রি করছেন। দু পাশে ঝোলানো ঝুড়িতে ভরে আছে স্টিল ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্র। গ্রামাঞ্চলে এখনও টুকটাক জীবিকার জন্যে এমন ফেরিওয়ালাদের দেখা মেলে। আধুনিক সুপার শপ কিংবা দোকানের ভিড়ে শহরের মতো গ্রামেও এমন দৃশ্য আর সচারচর দেখা যায় না। তবে গ্রামীণ জীবনযাত্রায় ফেরিওয়ালারা এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সকল ফেরিওয়ালা কিছু টাকা রোজগারের আশায় কষ্ট করে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হন। যখন গ্রামে বেচাকেনা তেমন হয় না, তখন কেউ কেউ শহরাঞ্চলেও হাজির হন। এমনই একটি দৃশ্য দেখা যায় চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডে। ছবিটি শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুর ১টায় তোলা। লোকটিকে জিজ্ঞেস করা হয়, 'কাঁধে বাঁশের বার নিয়ে দূরদূরান্তে হেঁটে যান, কষ্ট হয় না, বেচাকেনা কেমন হয়?' ফেরিওয়ালা বলেন, সামান্য রোজগারের আশায় কষ্ট তো করতেই হয়। তাই তো একটু বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করি। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।