শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৭:৪৫

দেড় ঘণ্টা বন্ধের পর সচল ডিএসইর লেনদেন

অনলাইন ডেস্ক
দেড় ঘণ্টা বন্ধের পর সচল ডিএসইর লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবার লেনদেন শুরু হয়েছে।

রোববার বেলা ১১টা ৯ মিনিটে বন্ধ হয়ে যাওয়া লেনদেন পুনরায় সাড়ে ১২টায় শুরু হয়েছে। অর্থাৎ ১ ঘণ্টা ২১ মিনিট লেনদেন বন্ধ থাকে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আবার লেনদেন শুরু হয়েছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আবার লেনদেন শুরু হয়েছে।

এই যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন সাময়কি বন্ধ থাকায় ডিএসই কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

গত ১৮ ফেব্রুয়ারিতেও ওয়েব সাইটের কারিগরি জটিলতার কারণে বন্ধ থাকে ডিএসইর লেনদেন। ১৫ মিনিট বন্ধ থাকার পর আপডেট পাওয়া যায় লেনদেনের।

এরপর ১৮ মার্চও একই সমস্যার কারণে ৪০ মিনিট আপডেট বন্ধ ছিল ডিএসইর ওয়েবসাইটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়