প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১:৩১
মতলব উত্তরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

মতলব উত্তর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে ২০২৫) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত তিন যুবক হলো : সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ মে ২০২৫) রাত ৯টার সময় পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয় স্কুলছাত্রীর। এক পর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায় মেয়েটি। পূর্ব থেকে অবস্থান নেয়া তিন যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত তারা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন ফজরের নামাজের সময় ভিকটিমকে বাড়ির কাছে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ভিকটিমের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।