বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩

রং তুলির আঁচড়ে দেবীকে অপরূপ সাজে সাজাতে ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা

কুমিল্লা প্রতিনিধি।।
রং তুলির আঁচড়ে দেবীকে অপরূপ সাজে সাজাতে ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা

আসছে শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যার দেবী সরস্বতী পূজা। এ পূজাকে সামনে রেখে রং তুলির আঁচড়ে দেবীকে অপরূপ সাজে সাজাতে ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকামতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এই পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা।

নগরীর ঠাকুর পাড়া কালীগাছতলা ও মনোহরপুর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে গিয়ে দেখা যায়- রং তুলির আঁচড়ে দেবীকে অপরূপ সাজে সাজাতে ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন। কাজের চাপে দম ফেলার সময় নেই। এ বছর ৮০টি প্রতিমা তৈরি করেছি। যা সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।’

পূজার বিষয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, প্রতি বছরই বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করি। এবারও দেবীর কাছে বিদ্যা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবো।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- আসছে শুক্রবার জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, পাড়া-মহল্লা ও বাসাবাড়িতে উদযাপিত হবে সরস্বতী পূজা। তিনি বলেন, এ বছর ২২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৭ মিনিট ৪৮ সেকেন্ড গতে পঞ্চমী আরম্ভ হয়ে পরদিন ২৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৭মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত। এ সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বিদ্যাদেবী সরস্বতী পূজা-অর্চনা। আশা করছি, কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে সরস্বতী পূজা । তিনি আরও বলেন, বিদ্যালাভের আশায় ওইদিন "ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ ভদ্রকালৌ নমোঃ নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি সরস্বতৈ নমঃ।।" এই মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দিবেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়