প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪
রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘের মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘের মালিক মোফাজ্জল হোসেন জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে সটকে পড়ে। আমি ভোরে এসে দেখি, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।
তিনি আরও বলেন, “এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেলো। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








