প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪২
কুমিল্লায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব

কুমিল্লায় সৎ সঙ্গের প্রাণ পুরুষ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার ও শুক্রবার) দু দিনব্যাপী কুমিল্লা মহেশাঙ্গন নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা শেষে গঙ্গা আহ্বান ও মাঙ্গলিক অধিবাস এবং শুক্রবার সকালে সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন ও মাতৃ সম্মেলন শেষে মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার। সবশেষে উৎসবাঞ্জলি ও জয় রাধে কীর্তন অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথির রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর আহবায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথসহ অনুষ্ঠানে আগত হাজারো ভক্ত-শ্রোতা।







