মঙ্গলবার, ১৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ মে ২০২৫, ২৩:২৬

পথে প্রান্তরে : পর্ব-২

জন্ম থেকেই প্রতিবন্ধী মহরম আলী জানালেন, আল্লাহর রহমতে অনেক সুখে আছি

মো. মঈনুল ইসলাম কাজল
জন্ম থেকেই প্রতিবন্ধী মহরম আলী জানালেন, আল্লাহর রহমতে অনেক সুখে আছি

কেউ বেঁচে থাকার জন্যে লড়াই করে, আবার কেউ অর্থ বিত্তের মালিক হওয়ার জন্যে লড়াই করে! কেউ কেউ ১শ' টাকা পেয়েই সন্তুষ্ট হয়ে যায়, আবার কেউ হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেও ক্ষান্ত হয় না। সুখের আশায় সবাই ঘুরে। কিন্তু কীসে যে সুখ সে বিষয়টি অনেকেই জানে না। কেউ চুরি করে সুখ পায়, কেউবা ব্যবসা করে, আবার অনেকেই চাকরি করে হালাল পথে থেকে সুখ খুঁজে পান। কেউ কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে সুখ কিনতে চান! সমাজের অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে 'আমার ভাই তোমার ভাই' স্লোগান শুনে সুখী হতে চান ! আবার অনেকেই ক্ষমতার অপব্যবহার করে সুখ খুঁজে পান! এতো এতো সম্পদ- অট্টালিকার পরও কারো কারো না পাওয়ার আকাঙ্ক্ষা ও অতৃপ্তি কখনো পূরণ হয় না! অনেক সময় আল্লাহর শোকরিয়া আদায় করতেই ভুলে যায়।

জন্ম থেকে দু পা হারানো মহরম আলী ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন কাটান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি জানালেন, আল্লাহর রহমতে অনেক সুখে আছি।

শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামের সামছুল হকের ছেলে মহরম আলী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দু পায়ের ওপর ভর করে দাঁড়াতে পারেনি ৩৮ বছরেও। ১৯ বছর পূর্বে উপজেলার বানিয়াচোঁ ফকির বাড়ির হাসিনা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে ২ ছেলে ১ মেয়ের জনক মহরম আলী। হাতে ভর করে বাজারে বাজারে গিয়ে দুহাত তুলে ধরেন সাহায্যের আশায়। কেউ ফিরিয়ে দেয়, আবার কেউ পাঁচ টাকা দশ টাকা দিয়ে সহযোগিতা করে। কেউ হাসি দিয়ে আবার কেউ মুখ ভেংচি দিয়ে তাড়িয়ে দেয়। এভাবেই যা পাওয়া যায় তা দিয়েই পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন প্রতিটি মুহূর্তে।

মহরম আলীর কোনো স্বপ্ন নেই। তার মতে, গরিবের আবার কীসের স্বপ্ন? আল্লাহ চালাইতেছে--এটাই শোকরিয়া। আল্লাহর রহমতে অনেক সুখে আছি।

সহৃদয়বান একজন প্রতিবেশীর ৫০ হাজার টাকার অনুদান পেয়ে বসতঘর নির্মাণ করেন মহরম আলী। ছেলে মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন পার করে দিতে চান তিনি।

সচেতন মানুষের প্রশ্ন :

মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পেতে যা পেয়ে থাকেন তা দিয়ে যদি মহরম আলী সুখে থাকতে পারেন, তাহলে আমাদের এতো এতো ধনসম্পদ, অট্টালিকা, প্রাচুর্য থাকা সত্ত্বেও কেনো আমরা সুখ খুঁজে পাই না। আমাদের উচিত মহরম আলীদের নিকট থেকে শিক্ষা নেয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়