শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৭:০২

চাঁদপুরে কোস্টগার্ডের কোরবানির মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কোস্টগার্ডের কোরবানির মাংস বিতরণ

প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড নদী বেষ্টিত চাঁদপুরের জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে দাড়িয়ে আসছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে নদী এলাকার কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই ২০২১ তারিখ সকালে পবিত্র ঈদুল আযহার নামাজের পর বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় কোস্ট গার্ডের (পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন এবং ঢাকা জোন) এর বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট এ মোট ২১টি গরু উপকূলীয় অঞ্চলের গরীব-দুস্থদের মাঝে বিতরণের জন্য কোরবানি দেওয়া হয়।চাঁদপুরেও কোস্টগার্ড কোরবানির মাংস বিতরণ করেছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত উপকূলীয় অঞ্চলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনাকাঙ্খিত ঘটনা রোধে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবাহিকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। ছবি ক্যাপশনঃ চাঁদপুরে ঈদের দিন গরীব দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করছেন কোস্টগার্ড সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়