বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৩

হাইমচরে নির্বাচনী সহিংসতা আরো এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু

হাইমচরে নির্বাচনী সহিংসতা  আরো এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু
অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি অনুষ্ঠিত চাঁদপুর হাইমচর উপজেলার ইউপি নির্বাচনে নির্বাচনী সহিংসতায় মিজান গাজী( ৫৫) নামে আরও একজন নিহত হয়েছে। পঃ ভিঙ্গুলিয়া গ্রামে তার বাড়ি।

৭ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্বাচনের দিন দুপুরে ২নং উত্তর আলগি ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামিলা জামিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইটের আঘাতে গুরুতর আহত হন মিজান গাজি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে দুই দিন পর তার মৃত্যু হয়।

এই নিয়ে হাইমচরে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের দিন নীলকমল ইউনিয়নের ঈশানবালা চরে মীর হোসেন বেপারী (৪০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের রোষানলে পড়ে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া কচুয়ায় ছুরিকাঘাতে শরীফ হোসেন এক যুবক নির্বাচনের দিন গুরুতর আহত হলে ১৫ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এই নিয়ে চাঁদপুরে পঞ্চম দফার ইউপি নির্বাচনে চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়