বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৫৯

কালীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসায়ীকে জালাল আহমেদের অনুদান

প্রবীর চক্রবর্তী
কালীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসায়ীকে জালাল আহমেদের অনুদান

ফরিদগঞ্জের কালীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জের কৃতী সন্তান, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সিআইপি জালাল আহমেদ।

৩০ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিআইপি জালাল আহমেদের পক্ষে সিআইপি জালাল আহমেদের বড়বোন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম ও ছোটভাই ছাত্রলীগের সাবেক নেতা সাহাবুদ্দিন শাবু ক্ষতিগ্রস্ত ব্যবসীয়দের হাতে অনুদান তুলে দেন ।

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সজিব পাটোওয়ারী, মিন্টু পাটোওয়ারী, ১৪নং ইউনিয়নের ইউপি সদস্য রফিক মেম্বার, নান্টু মেম্বার, মোস্তফা মেম্বার, টেলু মেম্বার, যুবলীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্র নেতা রিপন পাটোওয়ারী, গাজী সেলিম, নুরুন্নবী সাউদ, এমএম সোহেল রানা, মিরাজ হোসেন যুবলীগ নেতা মাসুম পাটোওয়ারী, আরিফ মিজিসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দোকানঘর মালিকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়