সোমবার, ১১ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ১৪:২৩

আশিকাটিতে ৩ কেন্দ্রে হাতপাখার প্রার্থীর জয়

হাছান খান মিসু
আশিকাটিতে ৩ কেন্দ্রে হাতপাখার প্রার্থীর জয়

১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা অনুষ্ঠিত সব'কয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করে। সদর উপজেলার ২নং আশিকাটিতেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী ৬৯৭৮ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মোঃ মাসুদ গাজী পায় ৩৬২৪ ভোট। তবে আশিকাটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩ কেন্দ্রে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মােঃ মাসুদ গাজী জয়লাভ করে।আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকে মোঃ মাসুদ গাজী পায় ৬২৬ ভোট ও নৌকা প্রতীকে মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী পায় ৫৫৫ ভোট। ৪ নং ওয়ার্ডের হোসেনপুর আলিম মাদ্রাসায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মােঃ মাসুদ গাজী পায় ৫২৯ ও নৌকা প্রতীকে মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী পায় ৪৯২ ভোট। ৮ নং ওয়ার্ডে পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মাসুদ গাজী পায় ৬১৪ ভোট ও নৌকা প্রতীকে মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী পায় ৫৯৫ ভোট। এছাড়াও আরও দু-একটি ওয়ার্ডে অনেকটা কম ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী ৩৩৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়