সোমবার, ১১ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ১২:১৫

৫নং রামপুরে সদস্য পদে তুমুল প্রতিযোগিতায় ভোটগ্রহণ চলছে

কামরুজ্জামান টুটুল
৫নং রামপুরে সদস্য পদে তুমুল প্রতিযোগিতায় ভোটগ্রহণ চলছে

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহY করা হলেও বেলা সাড়ে ১০টার দিকে কামরাঙ্গা বাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই সদস্যদের কর্মীদের মাঝে মারধরের ঘটনা ঘটে। এতে করে বেশ কয়েকজন মারাত্বক আহত হয়।

দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদের বিপরীতে ৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে একজন পুরুষ পদের বিপরীতে ৬ জন ও একজন সংরক্ষিত নারী প্রর্থীর জন্য ৩ জন প্রতিদ্বন্ধীতা করছেন। ছোটসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারের ছেয়ে কয়েকগুন বেশি নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে।

উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী একক প্রার্থী থাকার কারনে চেয়ারম্যান পদে উক্ত ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। ইউনিয়নে ৯টি ওয়ার্ডের সকল ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়