রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৩

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমেদ তাজের মতবিনিময়

মেহেদী হাসান
কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমেদ তাজের মতবিনিময়

কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল আহমেদ তাজ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মিঠুর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রাকিবুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, আজীবিন সদস্য শরিফুল ইসলাম মিঠু।

এ সময় কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল আহমেদ তাজ তার বক্তব্যে বলেন, আমি সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। আমি মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রয়াত কাউন্সিলর নজরুল আমাদের আত্মীয়। তাঁর অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করতে চাই। আমি নির্বাচিত হলে আমার মেধা, আপনাদের পরামর্শ ও এলাকাবাসী সবাইকে নিয়ে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডকে শ্রেষ্ঠ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি কচুয়ার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আমার প্রতীক উট পাখি মার্কা, ২ নভেম্বর নির্বাচনে আমি সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। এ সময় ঐক্যবদ্ধ কচুয়া প্রেসক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়