রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ২১:৪২

হাজীগঞ্জে ১৯ ক্ষতিগ্রস্ত মন্দির ও দুই পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে ১৯ ক্ষতিগ্রস্ত মন্দির ও দুই পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় সম্প্রদায়ীক অপশক্তি সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সাবেক বিমানও পর্যটন মন্ত্রী একেএম শাহাজাহান কামাল এমপি, শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, রুবিনা আক্তার মিরা এমপি, আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আহমদ জামান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।

উপস্থিত ছিলেন পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রুহিদাস বনিক ও শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়ার সাধারন সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন।

অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও উপজেলা প্রসাশনের আয়োজনে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ওই সময় হাজীগঞ্জ উপজেলার ১৯ টি ক্ষতিগ্রস্থ মন্দির ও দুই পরিবারকে অনুদান প্রদান করা হয়। জুমার নামাজ শেষে হাজীগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্থ শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়া মন্দির পরিদর্শন করেন দুই মন্ত্রী ও অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়