বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

শাহরাস্তিতে সত্তরোর্ধ্ব নারীর মৃতদেহ ডোবা থেকে উদ্ধার

শাহরাস্তিতে সত্তরোর্ধ্ব নারীর মৃতদেহ ডোবা থেকে উদ্ধার
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে সত্তরোর্ধ্ব মানসিক রোগী খুরশিদা বেগমের মৃতদেহ ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার ফেরুয়া গ্রামের হাজী বাড়ির ডোবা থেকে ৭০ বছর বয়সী এই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোরশদা বেগম মৃত মোরশেদ আলমের স্ত্রী। ২২ বছর পূর্বে স্বামী তাকে তালাক দেয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির একটি মেয়ে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর প্রেরণ করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়